ডেক্সটপ VS ল্যাপটপ কোনটা বেস্ট - Shihab Ahmed

FAcebook Like

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Saturday, October 13, 2018

ডেক্সটপ VS ল্যাপটপ কোনটা বেস্ট


বর্তমান যুগে অর্থাৎ তথ্য বিপ্লবের যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস হল কম্পিউটার | এক সময় যা রাখতে পুরো একটা ঘরের দরকার ছিল, কিন্তু বর্তমানে তা ছোট হতে হতে আমাদের হাতের মুঠোয় চলে এসেছে চেহারা চোখ কান নাক মুখের দিক দিয়ে এখন কম্পিউটার দুই প্রকারের ডেস্কটপ এবং ল্যাপটপ প্রতিদিনই হাজার হাজার কম্পিউটার ক্রয় বিক্রয় হচ্ছে |

কম্পিউটার ক্রেতাদের কাছে একটা কোটি টাকার প্রশ্ন হয়ে গেছে কোনটি কিনব ডেস্কটপ নাকি ল্যাপটপ ??? যারা নতুন কম্পিউটার কিনতে যাচ্ছে তাদের সবার মাথায় একবার হলেও একটা প্রশ্ন জেগেছে কম্পিউটার ল্যাপটপ কিনবো নাকি ডেক্সটপ কিনবো |আবার যারা কিনে ফেলেছে তারা পাবে ঠিক করলাম নাকি ভুল করলাম | আপনি ল্যাপটপ কিনবেন নাকি ডেক্সটপ কিনবেন এটা  সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার কাজের উপর ভিত্তি করে |

প্রথমত আপনি যদি গেম খেলতে চান তবে সরাসরি ল্যাপটপকে দূরে ফেলে দিন | আপনাকে ভালো পারফরমেন্স এবং ভালো মানের  গ্রাফিক্সের গেম খেলতে অবশ্যই অবশ্যই ডেক্সটপকে বেছে নিতে হবে | কারণ ডেক্সটপ এবং ল্যাপটপের গেমিং পারফরম্যান্স কে তুলনা করলে দেখা যায় ডেক্সটপ এর গেমিং পারফরমেন্স ল্যাপটপের থেকে নিঃসন্দেহে দ্বিগুণ |

এবার আসুন আপনি যদি ভিডিও এডিটিং অডিও এডিটিং বা গ্রাফিক্স কাজ করতে চান তাহলেও আপনাকে অবশ্যই ডেক্সটপ পছন্দ করতে হবে| অন্যদিকে আপনি যদি ছোটখাটো কাজ যেমন মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস , ব্রাউজিং করতে চান তাহলে আপনি ল্যাপটপ পছন্দ করতে পারেন,  কারণ ল্যাপটপ পোর্টেবল এবং এটি আপনি আপনার ইউনিভার্সিটি বা কলেজে স্কুলে নিয়ে যেতে পারছেন এবং প্রেজেন্টেশন সবার সামনে উপস্থাপন করতে পারছেন | এদিক দিয়ে ল্যাপটপ সুবিধাজনক |
সুতরাং একটু ভারী কাজ করতে হলে অবশ্যই আপনাকে ডেক্সটপ ব্যবহার করতে হবে | কারণ এখানে পারফরমেন্সের একটা বিষয় আছে |

আমি যদি একটা Core-i7 6th generation ল্যাপটপ এবং একটি Core-i7 6th generation ডেক্সটপ পাশাপাশি নিয়ে তুলনা করি | তবে দেখা যাবে ডেক্সটপ এর পারফরমেন্স ল্যাপটপের তুলনায় দ্বিগুণ |এর অনেকগুলো কারণ আছে সবচেয়ে বড় যে কারণটা সেটা হল পাওয়ার ইফিসিয়েন্সি | ল্যাপটপ এবং ডেস্কটপ উভয়ই অনেক ধরনের হার্ডওয়ার সমন্বয়ে তৈরি | কিন্তু ল্যাপটপ চলে ব্যাটারি এর পাওয়ার দিয়ে অন্যদিকে ডেক্সটপ সাথে সরাসরি বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত | ল্যাপটপের ব্যাটারি দিয়ে সবগুলো হার্ডওয়্যারকে সম্পূর্ণ ভোল্টেজ বা তার চাহিদা অনুযায়ী ভোল্টেজ জোগান দেওয়া সম্ভব হয় না | তাই ল্যাপটপ থেকে সম্পূর্ণ পারফরম্যান্স পাওয়া যায় না | কিন্তু ডেক্সটপ সরাসরি বিদ্যুতের সাথে সংযুক্ত থাকার ডেক্সটপ এর সকল হার্ডওয়ারগুলো তার চাহিদা মতো ভোল্টেজ গ্রহণ করতে পারে এবং বহুগুণ বেশি পারফরম্যান্স দেয় |

তারপর যে বিষয়টি হল ভেন্টিলেশন | ল্যাপটপের  অনেকগুলো হার্ডওয়ার একসাথে কম্প্যাক্ট করা থাকে তাই এর ভেন্টিলেশন  খুবই দুর্বল | কারণ এর ভিতরে ঠিকমতো বাতাস যাওয়া-আসা করতে পারে না | অন্যদিকে ডেক্সটপে পর্যাপ্ত ভেন্টিলেশন এর সুবিধা রয়েছে |

মূল্য এর দিক দিয়েও ডেক্সটপ এগিয়ে রয়েছে কারণ একটা একি কনফিগারেশনের ল্যাপটপ থেকে ডেক্সটপের দাম তুলনামূলক কম |

ডেক্সটপ এর একটি অন্যতম সুবিধা হল এই যে যখন ইচ্ছা তখন ডেক্সটপকে আপগ্রেড করা সম্ভব | কারণ যেকোনো সময় ডেক্সটপ এর মাদারবোর্ড,প্রসেসর এবং হার্ডডিস্ক পরিবর্তন করা যায় |

সব সুবিধা অসুবিধা পর্যালোচনার ভিত্তিতে বলা যায়, যদি আমাদের কম্পিউটারটি খুব বেশি পোর্টেবল এর প্রয়োজন না হয় তবে ডেক্সটপ অফ ইজ দ্যা বেস্ট কারণ ডেক্সটপ এর গেমিং পারফরম্যান্স এডিটিং পারফরম্যান্স সবকিছুই ল্যাপটপ থেকে বেশি |

 সুতরাং আমরা যদি নাম্বারিং করি ডেক্সটপকে দেওয়া যায় 5 এবং ল্যাপটপকে দেওয়া যায় 2 |

ধন্যবাদ , আমাদের বাকি আর্টিকেলগুলো পড়ার অনুরোধ রইল |

1 comment:

Post Top Ad

Your Ad Spot