ছবিতে শার্ট প্যান্ট বাদে যে প্রাণীটিকে দেখতে পারছেন সেটি এখন পৃথিবীতে সবচেয়ে ছোট কম্পিউটার | যার দাম মাত্র 40 ডলারের মতো |
তবে এই যন্ত্রের সাহায্যে গেম খেলা, গান শোনা, ভিডিও দেখা, কোডিং, এডিটিং সবই করা যাবে | এখন প্রশ্ন হতে পারে এই ছোট্ট যন্ত্রের মাধ্যমে কিভাবে এত বড় কম্পিউটারের সব কাজ করা সম্ভব | একটু ভালো করে লক্ষ্য করলেই বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে |
এই কম্পিউটার টির নাম Raspberry pi | নাম শুনে মনে হতে পারে এটা খাওয়ার জিনিস | কিন্তু না এটা খাওয়া ছাড়া আরও অনেক কিছু করতে সক্ষম |
হার্ডওয়ার: এটা কে ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার বলা হয় | এটা কে ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার বলা হয় কারণ এটি লম্বায় 3 ইঞ্চি থেকে একটু বেশি এবং আড়াআড়িভাবে দু ইঞ্চি থেকে একটু বেশি | দেখা যাচ্ছে ছবিটির ডান পাশে দুইটা দুইটা চারটা ইউএসবি পোর্ট রয়েছে | তার পাশে রয়েছে ল্যান পোর্ট বা ইথারনেট পোর্ট যার দ্বারা ইন্টারনেট কানেক্ট করা হয় |ল্যান পোর্ট এর পিছনে রয়েছে 3.5 mm ইয়ারফোন বা হেডফোন আউটপুট জ্যাক | তার ঠিক পাশেই রয়েছে CSI এখানে সার্ভিলেন্স ক্যামেরা সংযুক্ত করা যায় | CSI এর পাশে রয়েছে ফুল সাইজ HDMI ভিডিও আউটপুট এবং তার পাশে রয়েছে মাইক্রো ইউএসবি পাওয়ার ইনপুট | কম্পিউটার টির বাম পাশে রয়েছে DSI, যার দ্বারা এক্সটার্নাল মনিটর সংযুক্ত করা যাবে | DSI এর পাশে রয়েছে ওয়াইফাই অ্যান্টেনা এর মাধ্যমে এই যন্ত্রটি দ্বারা ওয়াইফাই কানেক্টেড করা যাবে | তার ঠিক উপরে রয়েছে এই বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা যার দ্বারা Raspberry pi সবচেয়ে বেশি ব্যবহৃত হয় | এই পোর্টটি দ্বারা সেন্সর থেকে শুরু করে কুলিং ফ্যান পর্যন্ত সবকিছুই সংযুক্ত করা যাবে | সবশেষ এই বোর্ডটির কেন্দ্রে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিপসেট বা প্রসেসর (Quadcore 1.2GHz, 64bit) এবং রয়েছে 1GB Ram | মাদারবোর্ডের পেছনদিকে রয়েছে মাইক্রোএসডি স্লট যার দ্বারা মেমোরি কার্ড যুক্ত করা যায়
সুতরাং বোঝা যাচ্ছে কম্পিউটারের সকল হার্ডওয়ারের ভিতরে সংযুক্ত করা আছে | তাই যন্ত্রটি কম্পিউটারের মতো কাজ করতে সক্ষম | এতে স্মার্টফোনের মোবাইল চার্জার দিয়ে পাওয়ার সাপ্লাই করা হয় | Raspberry pi তে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ রয়েছে | অপারেটিং সিস্টেম Raspberry pi এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে |
সুতরাং আমরা বলতে পারি এটা একটি যুগান্তকারী আবিষ্কার | যারা এটা ব্যবহার করতে চান তারা অনলাইন থেকে ক্রয় করতে পারেন | বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা জিমেইল দ্বারা যোগাযোগ করুন | ধন্যবাদ
No comments:
Post a Comment