নতুন প্রযুক্তিরসবচেয়ে কম দামী এবং সবচেয়ে ছোট কম্পিউটার - Shihab Ahmed

FAcebook Like

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Sunday, October 14, 2018

নতুন প্রযুক্তিরসবচেয়ে কম দামী এবং সবচেয়ে ছোট কম্পিউটার

ছবিতে শার্ট প্যান্ট বাদে যে প্রাণীটিকে দেখতে পারছেন সেটি এখন পৃথিবীতে সবচেয়ে ছোট কম্পিউটার | যার দাম মাত্র 40 ডলারের মতো  |

তবে এই যন্ত্রের সাহায্যে গেম খেলা, গান শোনা, ভিডিও দেখা, কোডিং, এডিটিং সবই করা যাবে | এখন প্রশ্ন হতে পারে এই ছোট্ট যন্ত্রের মাধ্যমে কিভাবে এত বড় কম্পিউটারের সব কাজ করা সম্ভব | একটু ভালো করে লক্ষ্য করলেই বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে |

এই কম্পিউটার টির নাম  Raspberry pi | নাম শুনে মনে হতে পারে এটা খাওয়ার জিনিস | কিন্তু না এটা খাওয়া ছাড়া আরও অনেক কিছু করতে সক্ষম |

হার্ডওয়ার: এটা কে ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার বলা হয় | এটা কে ক্রেডিট কার্ড সাইজ কম্পিউটার বলা হয় কারণ এটি লম্বায় 3 ইঞ্চি থেকে একটু বেশি এবং আড়াআড়িভাবে দু ইঞ্চি থেকে একটু বেশি | দেখা যাচ্ছে ছবিটির ডান পাশে দুইটা দুইটা চারটা ইউএসবি পোর্ট রয়েছে | তার পাশে রয়েছে ল্যান পোর্ট বা ইথারনেট পোর্ট যার দ্বারা ইন্টারনেট কানেক্ট করা হয় |ল্যান পোর্ট এর পিছনে রয়েছে 3.5 mm ইয়ারফোন বা হেডফোন আউটপুট জ্যাক | তার ঠিক পাশেই রয়েছে CSI এখানে সার্ভিলেন্স ক্যামেরা সংযুক্ত করা যায় | CSI এর পাশে রয়েছে ফুল সাইজ HDMI ভিডিও আউটপুট এবং তার পাশে রয়েছে মাইক্রো ইউএসবি পাওয়ার ইনপুট | কম্পিউটার টির বাম পাশে রয়েছে DSI, যার দ্বারা এক্সটার্নাল মনিটর সংযুক্ত করা যাবে | DSI এর পাশে রয়েছে ওয়াইফাই অ্যান্টেনা এর মাধ্যমে এই যন্ত্রটি দ্বারা ওয়াইফাই কানেক্টেড করা যাবে | তার ঠিক উপরে রয়েছে এই বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা যার দ্বারা Raspberry pi সবচেয়ে বেশি ব্যবহৃত হয় | এই পোর্টটি দ্বারা সেন্সর থেকে শুরু করে কুলিং ফ্যান পর্যন্ত সবকিছুই সংযুক্ত করা যাবে | সবশেষ এই বোর্ডটির কেন্দ্রে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ চিপসেট বা প্রসেসর (Quadcore 1.2GHz, 64bit) এবং রয়েছে 1GB Ram | মাদারবোর্ডের পেছনদিকে রয়েছে মাইক্রোএসডি স্লট যার দ্বারা মেমোরি কার্ড  যুক্ত করা যায় 

সুতরাং বোঝা যাচ্ছে কম্পিউটারের সকল হার্ডওয়ারের ভিতরে সংযুক্ত করা আছে | তাই যন্ত্রটি কম্পিউটারের মতো কাজ করতে সক্ষম | এতে স্মার্টফোনের মোবাইল চার্জার দিয়ে পাওয়ার সাপ্লাই করা হয় | Raspberry pi তে একাধিক অপারেটিং সিস্টেম ব্যবহার করার সুযোগ রয়েছে | অপারেটিং সিস্টেম Raspberry pi  এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে | 

সুতরাং আমরা বলতে পারি এটা একটি যুগান্তকারী আবিষ্কার | যারা এটা ব্যবহার করতে চান তারা অনলাইন থেকে ক্রয় করতে পারেন | বিস্তারিত জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা জিমেইল দ্বারা যোগাযোগ করুন | ধন্যবাদ 


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot