Mia's Dalan (মিয়ার দালান)
ঝিনাইদহ সদর হতে মাত্র তিন কিলোমিটার দূরে মুরারীদহ গ্রামে অবস্থিত সেলিম চৌধুরীর আবাসস্থল ,যা বর্তমানে মিয়ার দালান নামে পরিচিত | দালানের সামনে অবস্থিত ফলক থেকে জানা যায় এই দালানটি প্রায় 200 বছরের পুরাতন | আঠারো শতকের প্রথমদিকের একটি পুরাকৃতি নিদর্শন বর্তমানের মিয়ার দালান | এর অপরূপ টেরাকোটার এবং পুরাকৃতি নিদর্শন সবাইকে মুগ্ধ করে তোলে | একাধিক কক্ষ দ্বারা বেষ্টিত দালান এর মধ্য স্থান ফাঁকা পূর্বদিক দিয়ে বয়ে চলেছে ঝিনাইদহ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নবগঙ্গা নামক নদীটি |বাড়িটির দক্ষিণ পাশে রয়েছে সবচেয়ে আশ্চর্যজনক বহু মাথাওয়ালা খেজুর গাছ|
বহু মাথাওয়ালা খেজুর গাছ নামটি শুনেই কেমন একটা আশ্চর্যজনক লাগে |আশ্চর্য হবারই কথা | কারণ স্বাভাবিক খেজুর গাছের একটি কান্ড থেকে অনেকগুলো ডালপালা ও পাতা বের হয়, স্বাভাবিক গাছের মতো এই খেজুর গাছ টির মাত্র একটাই কান্ড কিন্তু কাণ্ডের হালকা উপর থেকে বের হয়েছে বহুগুলো শাখা-কান্ড তাই মনে হয় যে একটি খেজুর গাছের বহু মাথা
সব মিলিয়ে ঝিনাইদহের মিয়ার দালান বহু পুরাতন এবং চমৎকার একটি নিদর্শন | আধুনিক প্রজন্মের যে কোন মানুষকে এটি আকৃষ্ট করবে | কালের বিবর্তনে এই সুন্দর নিদর্শনটি তার কৃতি হারাতে চলেছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এই পুরাকৃতি কে রক্ষা করতে পারে |
Mia's Dalan |
Mia's bari |
Nobonga River from Mia's Dalan Roof |
Nobonga River from Mia's Dalan Roof |
Mia's Bari, Muraridah , Jhenaidah |
well nice place
ReplyDelete