Mia's Dalan - Shihab Ahmed

FAcebook Like

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

Your Ad Spot

Wednesday, October 3, 2018

Mia's Dalan


Mia's Dalan (মিয়ার দালান)

ঝিনাইদহ সদর হতে মাত্র তিন কিলোমিটার দূরে মুরারীদহ গ্রামে অবস্থিত সেলিম চৌধুরীর আবাসস্থল ,যা বর্তমানে মিয়ার দালান নামে পরিচিত | দালানের সামনে অবস্থিত ফলক থেকে জানা যায় এই দালানটি প্রায় 200 বছরের পুরাতন | আঠারো শতকের প্রথমদিকের একটি পুরাকৃতি নিদর্শন বর্তমানের মিয়ার দালান | এর অপরূপ টেরাকোটার এবং পুরাকৃতি নিদর্শন সবাইকে মুগ্ধ করে তোলে | একাধিক কক্ষ দ্বারা বেষ্টিত দালান এর মধ্য স্থান ফাঁকা পূর্বদিক দিয়ে বয়ে চলেছে ঝিনাইদহ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নবগঙ্গা নামক নদীটি | 
বাড়িটির দক্ষিণ পাশে রয়েছে সবচেয়ে আশ্চর্যজনক বহু মাথাওয়ালা খেজুর গাছ|

বহু মাথাওয়ালা খেজুর গাছ নামটি শুনেই কেমন একটা আশ্চর্যজনক লাগে |আশ্চর্য হবারই কথা | কারণ স্বাভাবিক খেজুর গাছের একটি কান্ড থেকে  অনেকগুলো ডালপালা ও পাতা বের হয়,  স্বাভাবিক গাছের মতো এই খেজুর গাছ টির মাত্র একটাই কান্ড কিন্তু কাণ্ডের হালকা উপর থেকে বের হয়েছে বহুগুলো শাখা-কান্ড তাই মনে হয় যে একটি খেজুর গাছের বহু মাথা 

সব মিলিয়ে ঝিনাইদহের মিয়ার দালান বহু পুরাতন এবং চমৎকার একটি নিদর্শন |  আধুনিক প্রজন্মের যে কোন মানুষকে এটি আকৃষ্ট করবে | কালের বিবর্তনে এই সুন্দর নিদর্শনটি তার কৃতি হারাতে চলেছে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা এই পুরাকৃতি কে রক্ষা করতে পারে |  
Mia's Dalan 

Mia's bari 

Nobonga River from Mia's Dalan Roof

Nobonga River from Mia's Dalan Roof



Mia's Bari, Muraridah , Jhenaidah
Mia's Dalan is about 200 years old . It is located on the banks of Noboganga River  The history says Salim Chowdhury lived here and he built it about 200 years ago. It carries old design and bengali's culture. 

1 comment:

Post Top Ad

Your Ad Spot