Shihab Ahmed

FAcebook Like

Sigma is

  • Seo Ready
  • Responsive
  • Fast Loading
  • Amazing!

Hot

Post Top Ad

LightBlog

Post Top Ad

Your Ad Spot

Monday, February 11, 2019

New technolgy which will works with our brain.

February 11, 2019 1
Neurolink:

Elon Musk:
A genius at this era. The co-founder of Paypal online bank. Now he has some other identity. We know about Tesla. A car producer company which has also established by the man Elon Musk.
this company wanted to made space car first.
It is not the specific identity of him. Now in this decades his main identity is that he s founder of SPACE-X. An american space company. Elon musk developed that company by inventing a new amazing rocket. He invented new rocket technology. Now the rocket who carries the satellite for space can return to our Earth successfully. We know Bangobundhu Satellite by Bangladesh government has launched with this technology.
New research of him is that he want to connect our brain directly with the processor of computer.  pdf, doc, dll, and all other file can be downloaded in our brain. Amazing, it's really amazing but have some difficulty.we don't know that will it work at all. But most of scientific research say it is possible. Elon Musk's team NEUROLINK is working about it. They made a system and gonna test by mouse at first. If it works then think a bit about it. Where will man reach.
Hacking, a fear for general people. Let's talk about it, if the system works properly then what can hacker do? we know every technology is hackable now. So this technology can be hacked. It is bad news for us. Anyway, at first we should wait for the unbelievable technology. then we 'll think about it's bad side.
Thank you. Comment your thoughts about this, we 're waiting for yours.
Read More

Monday, November 12, 2018

Moon Landing is not fake | 7 prove

November 12, 2018 0




মানুষের চিরন্তন নেশা বিশ্বকে জয় | তাই প্রতিনিয়ত মানুষ একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে | মানব ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য ধরা হয় চাঁদে মানুষের অবতরণ | কিন্তু এই চাঁদে অবতরণ নিয়ে বিভিন্ন ধরনের মতবিরোধ রয়েছে | সত্যিই কি নাসা পেরেছিল চাঁদে অবতরণ করতে ? নাকি এটা কোন ধাপ্পাবাজি ছিল ? চাঁদে অবতরণ নিয়ে ইন্টারনেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাওয়া যাবে | যেখানে তারা প্রমাণ করতে চেয়েছে, চাঁদে অবতরণ একটি সম্পূর্ণ মিথ্যা ঘটনা | এটা মানুষকে ধোকা দেয়ার জন্য নাসার কোন পরিকল্পনা বলে অনেক মানুষ বিশ্বাস করেন | আজকের এই পোস্টটিতে আমরা এমন কিছু প্রমাণ সামনে নিয়ে আসব যার মাধ্যমে বোঝা যাবে যে চাঁদে অবতরণএকটি সত্য ঘটনা, কোন ধাপ্পাবাজি নয় |
প্রথম বিষয় চাঁদে আমেরিকার পতাকা কিভাবে উড়ছে ? ছোট বাচ্চারাও জানে চাঁদে কোন বায়ুমণ্ডল নেই সুতরাং নাসা বিষয়টি খুব ভালোভাবেই জানে | তাই নাসার অ্যাস্ট্রোনট না ব্যবহার করেছিল  অ্যালুমিনিয়ামের  তার | আর পতাকাটি একটি টিউব এর ভিতরে ছিল তাই পতাকাটিতে ভাঁজ পড়েছিল এবং পতাকাটি নড়ছিল কারণ চাঁদের বায়ুমণ্ডল পৃথিবীর বায়ুমণ্ডলের মত নয় | তাই এর নড়াচড়া বন্ধ করতে পতাকাটিকে টেনে সোজা এবং স্থির করা হয়েছিল |
পরবর্তী বিষয় চাঁদ থেকে কেন কোন তারা কে দেখা যায়নি ? এটা খুবই সাধারণ একটি বিষয় , কিন্তু অনেকেই সাধারণ বিষয়টিকে অনেক বড় ও জটিল করে তোলে এটা বোঝানোর জন্য যে চাঁদে অবতরণ একটি মিথ্যা ঘটনা | কিন্তু মূল বিষয়টা এমন যে আমরা দিনের বেলা পৃথিবী থেকে আকাশে কোন তারা দেখতে পায় না তেমন নাসার অ্যাস্ট্রোনট ও যখন চাঁদে অবতরণ করেছিল তখন চাঁদে ও দিন ছিল  | সেই কারণেই চাঁদ থেকে কোন তারা দেখা যায়নি | এছাড়াও চাঁদের বুকে সূর্যের আলো এতটা তীব্র ছিল যে তারার চমক সূর্যের আরো কাছে অতি নগন্য ছিল | এবং সেই সময়কার ক্যামেরার রেজুলেশন তেমন ভালো ছিল না, তাই চাঁদ থেকে কোন তারা দেখা যায়নি |
তৃতীয়ত, নাসার মুন লান্ডিং এর ভিডিও টি যদি আমরা 2X স্পিডে পেলে দেখি তাহলে আমরা দেখতে পারবো আমরা পৃথিবীতে যেভাবে চলাফেরা করি ঠিক সেভাবেই চলবে কিন্তু নাসা আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে তাই তারা ভিডিও স্লো করে দেখিয়েছে এবং এখানে অ্যাস্ট্রোনট্রা যেভাবে লাফালাফি করছে তা দেখে মনে হবে ভিডিওটি পৃথিবীর কোথাও শুট করা হয়েছে | কিন্তু বিষয়টি এমনটি মোটেও নয়, মূল বিষয় হলো অনেকে চাঁদে অবতরণ কে মিথ্যা প্রমাণ করার জন্য চাঁদে অবতরণ এর মত ভিডিও পৃথিবীতেও তৈরি করে | কিন্তু এটা নাসার ভিডিও কে সম্পূর্ণ নকল করতে পারেনি | অনেকে বলছে নাসা চাঁদে অবতরণের ভিডিওটি পৃথিবীতে সুট করার সময় সুতা ও তারের ব্যবহার করেছিল, তাই নভোচারীদের মাথার ওপরে অনেক সময় রিফ্লেকশন দেখা যাচ্ছিল কিন্তু বিষয়টি ছিল মূলত নভোচারীদের পিছনের ব্যাগ এর উপর একটি মেটাল অংশ ছিল | যখনই সূর্যের আলো গিয়ে ওই মেটাল পার্ট এর উপরে গিয়ে পড়ছিল তখন সূর্যের আলোর প্রতিফলন দেখা যাচ্ছিল |
আমাদের চতুর্থ আলোচিত বিষয়টি হল ছায়া | ইংরেজিতে যাকে বলা হয় Shadow | চাঁদ থেকে তোলা কিছু কিছু ছবিতে দেখা যায় কিছু ছায়া এইদিকে আবার কিছু ছায়া অন্যদিকে | যার ফলে মনে হয় একাধিক লাইট ব্যবহারের কারণে এটি হয়েছে এবং ওই ভিডিওগুলো স্টুডিওতে শুট করা হয়েছে | কারণ চাঁদে আলোর উৎস শুধুমাত্র সূর্য সুতরাং তাদের সকল বস্তুর ছায়া একদিকে হওয়ার কথা | কিন্তু ছায়া তখনই একদিকে হবে যখন সারফেস সমতল হবে | কিন্তু চাঁদের সারফেস সমতল নয় | তাই ছায়া চাঁদের সারফেস অনুযায়ী আকার নিয়ে নেয় | বাস্তব উদাহরন আমাদের সিঁড়ি |


আবার ছাদে যেহেতু একটি স্পেস ক্রাফট ল্যান্ডিং করেছিল, সেহেতু সেখানে কোনো না কোনো ছাপ পড়বেই | কিন্তু চাঁদে মহাকাশযান অবতরণের সময় সেখানকার সব ধুলাবালি উড়ে গিয়ে শুধুমাত্র মাটিতে পরিণত হয় | তাই কোন মহাকাশযানের ছাপ নেই | ছাদে যেই পায়ের ছাপগুলো আছে সেগুলোর শুধুমাত্র নভোচারীদের এবং এই পায়ের ছাপগুলো বহুকাল ধরে থাকবে | কারণ চাঁদে কোন ধুলাবালি নেই, তাই পায়ের ছাপগুলো মাটি বা ধুলা নিচে চাপা পড়ে যাবে না |
ষষ্ঠ প্রমাণে রয়েছে Cলক | এই ধরনের বস্তু বা সাংকেতিক চিহ্ন ছবির শুটিংয়ের সময় ব্যবহার করা হয়ে থাকে | কিন্তু নিচের এই ফটোগুলো নাসার নভোচারীরা তুলেছিল | তারা বোকা নয় যে এগুলো তুলে নিয়ে আসবে এবং মানুষের সামনে দেখাবে | নভোচারীরা মূলত চাঁদে অবতরণের প্রমাণ হিসেবে এই ছবিগুলো দিয়েছে |
এছাড়াও চাঁদ থেকে অনেক মাটি এবং পাথর নিয়ে আসা হয়েছিল | নভোচারীরা এগুলো নিয়ে এসেছিল এটা জানার জন্য যে, পৃথিবী এবং চাঁদের মাটির ভিতরে কতটুকু পার্থক্য | যখন এ মাটি গুলো নিয়ে পরীক্ষা করা হয় তখন জানা যায় যে, আমাদের পৃথিবীর মাটিতে এ ধরনের পদার্থের কোন অস্তিত্ব নেই |
সুতরাং আমরা এতগুলো প্রমাণের সাপেক্ষে বলতে পারি যে, নাসার নভোচারীরা সত্যিই চাঁদে অবতরণ করেছিল | এটা কোনো মিথ্যা ঘটনা নয় | কিছু মানুষ ও প্রতিষ্ঠান এই ঘটনাকে মিথ্যা প্রমাণ করার জন্য নানাভাবে অপচেষ্টা চালাচ্ছে | কিন্তু চাঁদে সত্যিই মানুষের অবতরণ ঘটেছিল এবং চাঁদে অবতরণ মানুষের একটি অভাবনীয় সাফল্য | যারা চাঁদে সফলভাবে অবতরণ করেছিল এবং এই যাত্রাকে সঠিকভাবে পরিচালনার জন্য যে মানুষ এবং প্রতিষ্ঠানগুলো সাহায্য করেছিল তাদের সবাইকে জানাই অভিনন্দন | চাঁদে অবতরণ পরবর্তীতে মানুষকে অনেক আশা যুগ যুগিয়েছে যার ফলে পরবর্তীতে আরো অনেক মহাকাশ অভিযান সম্ভবপর হয়েছে | মানুষের প্রথম যাত্রায় চাঁদে সফলভাবে অবতরণ যুগ যুগ ধরে পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকবে |
এই সত্য এই সত্যটি সবার মাঝে ছড়িয়ে পড়ুক তাই এই পোষ্টটি সবার মাঝে ছড়িয়ে পড়ুক তাই এই পোষ্টটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন | ধন্যবাদ |

Read More

Tuesday, October 23, 2018

গুগলের পাঁচটি সফটওয়্যার যা আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে চলেছে

October 23, 2018 1
বর্তমানে পৃথিবীর অন্যতম ধনী ও শ্রেষ্ঠ প্রতিষঠান গুগোল. প্রতিনিয়ত মানুষের সেবায় গুগল তৈরি করে যাচ্ছে নতুন নতুন সব আশ্চর্যজনক সফটওয়্যার হার্ডওয়্যার এবং টেকনোলজি | এই প্রবন্ধে আমরা গুগলের পাঁচটি যুগান্তকারী সফটওয়্যার নিয়ে বিস্তারিত আলোচনা করছি | এই পাঁচটি সফটওয়্যার এর আগেও আরো পাঁচটি সফটওয়্যার রয়েছে যার সম্পর্কে এই ওয়েবসাইটে ইংরেজিতে একটি পোস্ট করা হয়েছে | সেগুলো আগে দেখার অনুরোধ রইলো |



GOOGLE TRANSLATOR: গুগল ট্রান্সলেটর একটি অভাবনীয় প্রোগ্রাম পৃথিবীর প্রতিটি দেশের নিজস্ব নিজস্ব ভাষা রয়েছে এবং সেগুলো পরস্পর থেকে আলাদা | তাই এক ভাষাভাষী লোকের দ্বারা অন্য ভাষা বোঝা সম্ভব হয়ে ওঠে না | বিশেষ করে ভিনদেশী পর্যটকেরা অন্য ভাষাভাষী দেশে গিয়ে সমস্যায় পড়ে যায় | এই সমস্যার সমাধান নিয়ে এসেছে গুগল ট্রান্সলেটর | গুগল ট্রান্সলেটরের সাহয্যে যে কোন টেক্সট বা ছবি নিজের ভাষায় সম্ভবপর হয় | যার মাধ্যমে যেকোন মানুষ যেকোন জায়গায় থেকেঅন্য ভাষা কে নিজের ভাষায় বোঝার উপযোগী করে নিতে পারে | সম্প্রতি এতে নিউরাল মেশিন সংযুক্ত হতে যাচ্ছে | উল্লেখ্য নিউরাল মেশিন হল মানুষের ভাষা কম্পিউটার কে বোঝানো | গুগল ট্রান্সলেটর বর্তমানে ভাষাগত সমস্যা প্রায় দূর করে ফেলেছে |

PANAROMIA: পৃথিবীর প্রায় সব মানুষই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে | গুগলেরও কয়েকটি সামাজিক মাধ্যম রয়েছে | তার মধ্যে অন্যতম একটি হলো প্যানোরামিয়ো | এর মাধ্যমে বন্ধুদের সাথে বিভিন্ন ছবি ও ভিডিও আদান প্রদান করা যাবে | এছাড়াও এই সফটওয়ারটির আরো অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে | যেমন এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা কপিরাইটেড ছবি সরাসরি ক্রয় করতে পারবো |  

Think with Google (থিঙ্ক উইথ গুগল): বিভিন্ন সময়ে মার্কেটাররা নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনায় পড়ে যান | তাই গুগোল একটি সফটওয়্যার বের করেছে যার নাম থিঙ্ক উইথ গুগল |থিঙ্ক উইথ গুগল নাম শুনেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে | এই সফটওয়্যারটির মাধ্যমে মার্কেটাররা, মার্কেটিং ট্রেন্ড এবং ক্রেতা বিভিন্ন কোম্পানির বাজারজাতকরণ তথ্য সম্পর্কে ধারনা পাবেন। এভাবেই গুগল মানুষের নানাবিধ সমস্যার সমাধান খুঁজে বের হচ্ছে করছে | 







Read More

Wednesday, October 17, 2018

The Smallest Computer (Raspberry Pi 3)

October 17, 2018 0
The device currently visible in the image is the smallest computer in the world. It costs only US $40 dollars. But with this machine you can play games, listen to music, watch videos, coding and editing. So it's undoubtedly it is a computer . It has all parts of computers on this board.
                                       

The name of this device is Raspberry pi 3.It may seem like a name to eat . But is is a electronic device . It's called credit card size computer. This is called a credit card size computer because it is slightly longer than 3 inches in length and slightly more than two inches in length from a credit card. It looks like there are two+two four USB ports on the right side of the image. It has LAN Port or Ethernet port by which the Internet is connected. Beside The LAN port it has 3.5 mm earphones or headphone output jack .Just beside audio jack we can see there is a CSI port by which we can attach servilence Camera. There is also full size HDMI video output beside CSI and Micro USB power input beside the video output. The DSI on the left side of the computer, by which the external monitor can be attached and This device can be connected to WiFi via WiFi antenna beside DSI.

On top of it is the most important thing on this board by which Raspberry Pi is most commonly used. By this we port can connect everything from sensors to cooling fan. Finally, at the center of this board has the most important chipsets or processors (Quadcore 1.2GHz, 64bit) and it has 1Gb Ram also.
The SD slot on the back side of the motherboard, which can be connected to the memory card. So it is understood that all the computers are connected inside the computer. So the machine is capable of working like a computer. Power is supplied with smartphones mobile chargers on Raspberry pi. Raspberry pi has the opportunity to use multiple operating systems like windows 10,win 7 and it's own operating system.Operating systems can be found on the official website of Raspberry Pi. So we can say it is a breakthrough Those who want to use it can buy it online Please comment in the comments box or contact Gmail Thank you

Gmail: ashihab205@gmail.com
Read More

Tuesday, October 16, 2018

PHOTOGRAPHY

October 16, 2018 1
PHOTOGRAPHY:

এই অসাধারণ  ছবিগুলো স্মার্ট ফোন দিয়েই তোলা কিন্তু এই ফটো গুলো দেখতে এমন হওয়ার  কারণ  ফোনের ক্যামেরার লেন্স এর সাথে একটি অন্য পদার্থের সংমিশ্রণ | ফোন ক্যামেরা লেন্স এর সাথে সাধারণ লেজার লাইটের লেন্স সংযুক্ত করে এ ধরনের ম্যাক্রো ফটোগ্রাফি করা হয়েছে | যার ফলে অসাধারণ সুন্দর ফটো সংগ্রহ করা সম্ভব হয়েছে ছবিগুলো তুলেছেন মুহাইমিনুল ইসলাম নাঈম |  ছবিগুলো অতি সাধারন উদ্ভিদ থেকে তোলা হয়েছে | নিচের সবগুলো ছবি আমাদের নিজস্ব | গুগোল বা অন্য কোন সাইট থেকে ছবিগুলো সংগৃহীত নয় | সকল ছবি ও ফটোগ্রাফি পেতে আমাদের ফেসবুক পেজ ভ্রমণ করুন | ধন্যবাদ

Facebook page: Smartphone Clicks



এই ছবিগুলো সন্ধ্যার সময় ঝিনাইদহ -ঢাকা রোড ব্রিজের উপর থেকে তোলা হয়েছিল ক্যামেরায় চাপ দিয়েছিলেন কে এম ফেরদৌস জামান ফাহিম |
প্রথম তিনটি ছবি ব্রিজের উপর থেকে তোলা চতুর্থ ছবিটি ঝিনাইদহে খাজুরার ফসলের মাঠ থেকে তোলা হয়েছিল | প্রথম ছবিতে সূর্য ডোবার সময়কালে আকাশের এবং নদীর উপর ডুবন্ত সূর্যের আবছায়া প্রতিফলনের সুন্দর দৃশ্য ফুটে উঠেছে | 

Date: May 2018

Time: 6.55 pm
Place: Pobohati Bridge, Jhenaidah, Bangladesh 
Device: Nokia 3






ফটোগ্রাফি গুলো ভাল লাগলে অনুগ্রহ করে  নিচের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার তোলা কোন ছবি পোস্ট করতে চাইলে যোগাযোগ করুন এবং ঝিনাইদহ সম্পর্কে বিশ্ববাসীকে জানতে দিন

মিয়ার দালান সম্পর্কিত পোস্টটি দেখবার অনুরোধ রইল |


ধন্যবাদ 
Read More

Sunday, October 14, 2018

Html (Class 2)

October 14, 2018 0
গত পর্বে আমরা html এর ট্যাগ এট্রিবিউট এবং বিভিন্ন ধরনের ট্যাগ এর নাম সম্পর্কে জেনেছি | এই পর্বে আমরা বিভিন্ন ট্যাগের ব্যবহার জানতে পারবো|

Read More

Pocophone F1 | সবচেয়ে কম দামি ফ্লাগশিপ স্মার্টফোন

October 14, 2018 0
Qualcomm snapdragon 845 octacore Processor , 6/8 GB Ram,  64/128/256 GB Rom, 4000 MAh battery (First charging) with liquid cooling system, 20mp Front camera, Ai dual rare camera এইফোনের দাম কত হতে পারে ? কমপক্ষে 60 বা 65 হাজার | 

                                                                                                                                                     

কিন্তু না আমরা কথা বলছি Xiaomi pocophone F1 সম্পর্কে একে ছাগলের দাম এ হাতি ও বলতে পারেন আবার গরিবের iphone x থেকেও বেশি কিছুও বলতে পারেন | এই স্মার্টফোনটির দাম মাত্র
 30 হাজার টাকা | চমকে যাবার কিছু নাই সত্যিই তাই | এই স্মার্টফোনটি Formula 1 (F1) রেসিং কারের মতোই বাজারে জায়গা দখল করেছে | 

স্মার্ট ফোনটির পেছনের অংশ পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি এবং নিচের দিকে রয়েছে Pocophone  এর ব্রান্ডিং, উপরে রয়েছে ডুয়াল ক্যামেরা এবং তার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর | তার ডান পাশে আসে এলইডি ফ্ল্যাশ | ফোনের উপরের দিকে আছে 3.5mm অডিও জ্যাক | নিচের দিকে আছে একটি 
USB type C Charging port (fast charging)  এবং স্পিকার | বাম পাশে আছে সিম এবং মেমরি স্লট এবং ডান পাশে আছে পাওয়ার বাটন এবং দুটি ভলিউম বাটন | এই ফোনে ফেইস আনলক সিস্টেম রয়েছে
ফোনের গেমিং পারফরমেন্স অসাধারণ | ফোনটিতে লিকুইড কুলিং সিস্টেম থাকায় গেম খেলার সময় প্রথম দিকে হাল্কা গরম হলেও পরে আবার ঠান্ডা হয়ে যায় | অল্প পরিমাণে গেমিং এবং ব্রাউজিং করলে ব্যাটারি চার্জ দিয়ে প্রায় এক দিন চালানো সম্ভব | 

ফোনের সামনের দিকে আছে Notched Display যার মধ্যে রয়েছে ক্যামেরা, ইয়ার পিস | ডিসপ্লে সাইজ
6.1 inch এবং aspect ratio 18:9 | ফোনটি টাচ এবং ভিডিও পারফরম্যান্স দুটি অসাধারণ | সফটওয়্যার হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড Oreo 8.1| ফোনটির প্রত্যেকটা প্রোগ্রাম সুপারফাস্ট কাজ করে | ফোনটি বর্তমানে শুধুমাত্র ভারতে অফিশিয়ালি পাবলিশ করা হয়েছে | 

Pocophone F1 data:

Body: Weight:180 gm
           Build: Front glass, Plastic body
           Sim: Hybrid Dual Sim {nano}
Display: Size: 6.18 inch
              Resolution : 1080*2246 pixels
Memory: 64/128/256 GB (internal)
               Slots: Up to 256 GB
Platform: OS : Android 8.1 (Oreo)
                Chipset: Qualcomm snapdragon 845  Octa-core
                Gpu: Adreno 630
Camera: Front 20mp, rare 12+5 mp 
Battery: non removable Li-Po  4000 mAh 
            

Read More

Post Top Ad

Your Ad Spot